রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অসময়ের ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিদিন ডেস্ক

অসময়ের ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে থেমে থেমে হচ্ছে হালকা বাতাস ও বৃষ্টি। এতে জনদুর্ভোগের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফসল। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কষ্টের ফসল রক্ষায় এখন দিশাহারা কৃষক। বাড়ছে শীতের তীব্রতা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রংপুর : জেলায় গতকাল সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। এরআগে শুক্রবার ভোর থেকে বৃষ্টি এবং দুপুরের পর ঝড়ো হাওয়া বয়ে যায় রংপুর ও আশপাশের এলাকায়। পীরগাছা উপজেলার কয়েকজন কৃষক জানান, দুই দিনের বৃষ্টিতে তাদের আলু খেতে পানি জমেছে।  দিনাজপুর : ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিতে মারা গেছে মৌমাছি। ফলে মধু সংগ্রহ কমে যাওয়ায় মৌচাষিরা বিপাকে পড়েছেন। অপরদিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সরিষা খেতের ফুল ঝরে পড়ায় ফলনে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দিনাজপুরের হিলিতে আলু খেতে পানি জমায় গাছ মরে যাওয়াসহ আলুতে পচন ধরার শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে এ উপজেলার সরিষার খেতেও পানি জমেছে। ভেঙে গেছে সরিষা গাছের ডাল। ফলে ব্যাহত হতে পারে আলু ও সরিষার উৎপাদনে লক্ষ্যমাত্রা। গোপালগঞ্জ : কোটালীপাড়ার তরমুজ ও ফুটি চাষিদের স্বপ্নভঙ্গ হয়েছে। ভারী বর্ষণে শত শত হেক্টর জমির তরমুজ ও ফুটি বীজের চারা তৈরির মাদা এবং টপ নষ্ট হয়ে গছে। বিপুল ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, গত শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণে তরমুজ ও ফুটি চাষিদের মাদা ও টপ নষ্ট হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। জয়পুরহাট : জেলায় অধিকাংশ আলু খেত ডুবে গেছে। ডুবে যাওয়া আলু নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, জেলায় দুই দিনে ১৭ দশমিক ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আলুর জমিতে পানি জমেছে। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন। লালমনিরহাট : জেলার বিভিন্ন স্থানে আলুর জমিতে গতকাল জমে ছিল বৃষ্টির পানি। আটকে থাকা পানি সরাতে জমির আল কেটে, বালতি বা বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেচের কাজ করছেন কৃষকরা। তারা জানান, বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির মধ্যে পড়েছেন চাষিরা। আলু রক্ষা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। জেলা কৃষি অফিস জানায়, কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর