রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ডিলার ও রিটেইলারদের নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

দিনাজপুর প্রতিনিধি

ডিলার ও রিটেইলারদের নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট কিং ব্র্যান্ড’ এই স্লোগানে ঐতিহ্য ও গুণগত মানের শীর্ষে থাকা কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যবসায়ী ও রিটেইলারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশসেরা বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করে বিরামপুর উপজেলার লিমন এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এতে স্থানীয় আলিফ ট্রেডিং প্রথম এবং রাইয়ান ট্রেডার্সকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ১০০ জন ডিলার ও রিটেইলারকে পুরস্কৃত করা হয়। হালখাতা উপলক্ষে গতকাল দুপুরে ব্যবসায়ী ও রিটেইলারদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকালে আলিফ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিয়া শফিকুল আলম মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির দিনাজপুরের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান, বিরামপুর ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়, জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক দানিজ উদ্দীন ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক দারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন লিমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মিয়া মো. শামীম আলম লিমন। কিং ব্র্যান্ড সিমেন্টের সার্বিক দিক তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল লতিফ বলেন, দেশের শক্তি নির্মাণে কিং ব্র্যান্ড সিমেন্ট সবার আস্থা রেখেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ খবর