রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

পারিবারিক কলহে ছুরি দিয়ে খুঁচিয়ে নষ্ট করে দিল সতীনের চোখ

সাভারে পারিবারিক কলহের জেরে সুতা কাটার ছুরি দিয়ে খুচিয়ে সতীনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক সতীনের বিরুদ্ধে। সাভারের উলাইল এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গহবধূকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত গৃহবধূর নাম নুরুননাহার। তারা দুজনই উলাইল এলাকার মোতালেব হোসেনের স্ত্রী। এলাকাবাসী জানান, সাভারের গে া এলাকার পান দোকানি মোতালেব তিনটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী সালমার সঙ্গে তৃতীয় স্ত্রী নুরুননাহারের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে চায়না কাটার ছুরি দিয়ে সালমার বাম চোখ খুচিয়ে নষ্ট করে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নুরুননাহার। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।              -সাভার (ঢাকা) প্রতিনিধি

কিশোরী ধর্ষণে টিকটকার গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের ভিডিওর জন্য ডেকে কিশোরী ধর্ষণ মামলার আসামি টিকটকার বিল্লুকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা মিজান জানান, বিল্লুকে শনিবার (গতকাল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তিনজনকে আটকে পুলিশের সোপর্দ করেছে। মামলার পর তাদেরও গ্রেফতার দেখানো হয়। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, টিকটক ভিডিও করার জন্য গত বুধবার বিকালে কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নেয় কথিত প্রেমিক বিল্লুসহ পাঁচজন। টিকটক ভিডিওর শুটিং শেষে ওই দিন রাতে ইস্পাহানী মাঝির গলি এলাকার নির্জন স্থানে নিয়ে কথিত প্রেমিক ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়।      -নারায়ণগঞ্জ প্রতিনিধি

পৌরসভার সেবা নিতে লাগবে করোনা টিকা সনদ

সেবাগ্রহীতাদের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদ প্রদর্শন বাধ্যতামূলক করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর। মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধের পাশাপাশি টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল দুপুরে পৌরসভার ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে লা হয়- ‘মাস্ক পরা ও করোনার টিকা গ্রহণ ছাড়া এ কার্যালয় থেকে কোনো ধরনের সেবা প্রদান করা হবে না।’ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস বলেন, ‘জাতীয়ভাবে নির্দেশনা আছে সরকারি সেবা নিতে হলে করোনার টিকা নিতে হবে। সেজন্য পৌরসভার সেবা নিতে হলে করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে। যাদের কাছে টিকার সনদ থাকবে তারাই সেবা পাবেন। পৌরসভার মোট জনসংখ্যার প্রায় দেড় লাখ এখনো টিকা নেননি।’ করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি মানুষ যেন দ্রুত টিকা নেয়, সেজন্যই পৌরসভার এ সিদ্ধান্ত বলে জানান তিনি। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর