রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছয় দফা দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জ্বালানি তেলের বিপণনে কমিশন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে ১৭ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। গতকাল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেল পরিবেশক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি না মানলে ধর্মঘট চলবে।

, খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখবেন আন্দোলনকারীরা। সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন। এতে বলা হয়, জ্বালানি তেল বিপণনে সাড়ে ৭ শতাংশ কমিশন বৃদ্ধি, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ফিলিং স্টেশনের প্রবেশ দ্বারে ভূমির জন্য ইজারা গ্রহণ বাতিল, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য দফতরের লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান চালু ও জ্বালানি ডিপো সংলগ্ন ট্যাংকলরি শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নিশ্চিত করা। বৈঠকে জ্বালানি তেল ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোড়ল আ. সোবহান, শেখ মুরাদ হোসেন, এম মাহবুব আলম উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর