সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে সাতজনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় গতকাল মৌলভীবাজার, রংপুর, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনা ও মাগুরায় এক এনজিওকর্মীসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো  খবর- মৌলভীবাজার : কুলাউড়ার লোয়াইইনি চা বাগান এলাকায় গতকাল বিকালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিদ্যুতের দুই কর্মী নিহত হয়েছেন। তারা হলেন- কুমিল্লার বুলবুল আহমদ মজুমদার (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার ফখর উদ্দিন মোল্লা (২৫)। রংপুর : রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কের  দেউতি বাজারে বাসচাপায় সামিউল ইসলাম সাগর (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বগুড়া : শেরপুরে বাসচাপায় সুজন মিয়া (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তার মৃত্যু হয়। শনিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার বাসচাপায় তিনি আহত হন। দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিনারুল ইসলাম (৩৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নেত্রকোনা : সকালে ঘন কুয়াশায় দুর্গাপুরের দশাল গ্রামে ট্রাক উল্টে ট্রাকের চালক রাসেল মিয়া (২০) নিহত হয়েছেন। মাগুরা : মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগরে শনিবার রাতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শফিফুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর