বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আরও দুই লাশ উদ্ধার এখনো নিখোঁজ ৭

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলারডুবির ঘটনায় আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। চতুর্থ দিনে গতকাল সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে সাগর থেকে রুহুল হাওলাদার (৪২) ও শহিদুল মল্লিকের (৪০) লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও বন বিভাগ। রুহুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে, শহিদুল মল্লিক ভাষা গ্রামের সৈয়দ আলীর ছেলে। এ নিয়ে ওই দুর্ঘটনায় সাত জেলের লাশ উদ্ধার হলো। এখনো সন্ধান মেলেনি সাত জেলে ও সাতটি মাছ ধরা ট্রলারের। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা শুঁটকিপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদচন্দ্র রায় বলেন, গতকাল উদ্ধার দুই জেলের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান বলেন, ‘আমাদের একটি জাহাজ ও দুটি স্পিডবোট সাগরের প্রায় ২০ মাইল এলাকাজুড়ে তল্লাশি অব্যাহত রেখেছে।’ উল্লেখ্য, শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুবলার চরসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ২৫টি ট্রলার ডুবে ২৭ জেলে নিখোঁজ হন।

 

সর্বশেষ খবর