শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নবজাতকের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত মঙ্গলবার বিকালে সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের রাজুর স্ত্রী তাছলিমা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে জানিয়ে নরমাল ডেলিভারির আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রসূতির অবস্থার অবনতি দেখে স্বজনরা সিজারের অনুরোধ করলেও চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা তা না করে সময়ক্ষেপণ করেন। দুই দিন পর বৃহস্পতিবার সকালে রোগীর অপারেশন করে জানানো হয় নবজাতক মারা গেছে। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

সর্বশেষ খবর