শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নারায়ণগঞ্জে নতুন বই পায়নি ৩৫ হাজার শিক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নতুন বই পায়নি ৩৫ হাজার শিক্ষার্থী

বছরের প্রায় দেড় মাস অতিবাহিত হতে চলছে। এখনো নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার প্রায় ৭০০ প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পায়নি কোনো বিষয়ের নতুন বই। এই ৭০০ প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩৫ হাজার। অভিভাবকরা বলছেন, বই না পেয়ে পাঠবিমুখ হচ্ছে সন্তানরা। পড়ার টেবিলে পর্যন্ত বসানো যাচ্ছে না তাদের। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, ‘এ দুই উপজেলার জন্য বরাদ্দ বই ছাপাখানা থেকেই এখনো আসেনি’। সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম ও বন্দর উপজেলার সোহাগ হোসেন বলেন, ছাপাখানা থেকে না আসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে ক্লাস হচ্ছে। অনেকে অনলাইন থেকে ই-বুক ডাউনলোড করে পড়ছে। কেউ আবার পুরাতন বই দিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। নতুন বইয়ের বিষয়ে আমরা প্রতিনিয়ত মন্ত্রণালয়ে রিপোর্ট করছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর ও বন্দর উপজেলার পঞ্চম শ্রেণির ৩৪ হাজার ৭০০ শিক্ষার্থী ধরে ২ লাখ ৮ হাজার ২১২টি বই বরাদ্দ করে সরকার। নিয়ম হলো ছাপাখানা বইগুলো প্রস্তুত করে উপজেলা অফিসে হস্তান্তর করবে। তারপর সেখান থেকে প্রতিষ্ঠানে পাঠানোর দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসের। এখনো পঞ্চম শ্রেণির একটি বইও ছাপাখানা থেকে এসে উপজেলায় পৌঁছায়নি। সংশ্লিষ্ট ছাপাখানার মালিক আলম হোসেন মোবাইল ফোনে বলেন, ‘মেশিন নষ্ট হওয়ায় কারখানাটি বন্ধ হয়ে আছে। শ্রমিকরাও রয়েছেন গ্রামের বাড়িতে। আশা করছি এ মাসের মধ্যে (ফেব্রুয়ারি) সমস্যার সমাধান হয়ে যাবে। স্কুল খুলে দেওয়ার আগেই বই দিতে পারব।’ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘আপনারা জানানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) সঙ্গে কথা বলেছি। উনারা বিষয়টি জানতেন না। আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরও আমি আবার কথা বলব।’

 

 

সর্বশেষ খবর