শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা

ঘন কুয়াশা এবং মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক উল্টে গতকাল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের শ্রমিকরা। পাটুরিয়া ট্রাফিক পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ঘন কুয়াশায় মাঝ নদীতে ৫টি ফেরি আটকা পড়ে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৪টার দিকে ফেরি চলাচর বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে একঘণ্টা পর সাড়ে ৫টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘন কুয়াশায় ১৮টি ফেরির মধ্যে ৫টি মাঝনদীতে আটকা পড়ে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, পচনশীল পণ্যের যানবাহন পারাপার করা হলেও দীর্ঘ সময় আটকে থাকে অন্যান্য যানবাহন। ঘাটে যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ ট্রাক। অপরদিকে সকাল ৮টার দিকে পাটুরিয়া প্রান্তের ৩নং ঘাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ঘাটে প্রায় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে ২ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

শিবালয় থানার ওসি শাহীন বলেন, সকালের দিকে একটি মালবাহী ট্রাক উল্টে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ খবর