সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুই শিশু হত্যার সাত বছর পর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামে দুই শিশু হত্যা মামলার আসামি মাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সালের ২১ এপ্রিল ঘটে যাওয়া এ হত্যা মামলায় ৭ বছর পর  চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। মাজেদা মুরাদনগরের লাজৈর গ্রামের সেলিমের স্ত্রী। গতকাল কুমিল্লায় র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাকিব হোসেন সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আরাফাত (৬) ও শাহ আলমের ছেলে জসিমকে (৭) হত্যা করা হয়।

 হত্যা শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইয়াসমিন নামে একজনকে আটক করে পুলিশে দেন। তিনি নিহত আরাফাতের চাচি এবং জসিমের জেঠাতো ভাবি। তখন ইয়াসমিন স্বীকার করে সে ভুট্টাখেতে নিয়ে আরাফাতকে গলা কেটে ও জসিমকে শ্বাসরোধে হত্যা করে। তার এ জঘন্য কাজে সহায়তা করে শাশুড়ি মাজেদা বেগম।

সর্বশেষ খবর