সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভাষা আন্দোলনের ৭০ বছরেও শহীদ মিনার নেই অসংখ্য শিক্ষাঙ্গনে

প্রতিদিন ডেস্ক

ভাষা আন্দোলনের ৭০ বছরেও শহীদ মিনার নেই অসংখ্য শিক্ষাঙ্গনে

ভাষা আন্দোলনের ৭০ বছর পরও শহীদ মিনার নির্মাণ করা হয়নি দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় দিবসগুলোতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আবার অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও বীর শহীদদের শ্রদ্ধা জানায়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৯৯টি। এর মধ্যে ১৬২টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ ছাড়া মাদরাসা ও কিন্ডারগার্টেনগুলোর বেশির ভাগে নেই শহীদ মিনার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মাধ্যমিকের অধীনস্থ স্কুল, কলেজ ও মাদরাসা রয়েছে ৭২টি। এর মধ্যে ১৩টিতে নেই শহীদ মিনার। তবে এর বাইরেও রয়েছে কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান। সে হিসাবে বাস্তবে শহীদ মিনার না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে গত বছর শহীদ মিনারের জন?্য একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এই ডিজাইন অনুযায়ী স্থানীয়ভাবে স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করার কথা বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। এদের কোনো নির্দেশনা থাকলে বাস্তবায়ন করবে। এ বিষয়ে আমাদের এখানে কোনো নির্দেশনা নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা ব্যতীত আমরা কিছু করতে পারি না।

বাগেরহাট : উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ২২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটি কলেজ, পাঁচটি ডিগ্রি মানের মাদরাসা, দুটি আলিম মাদরাসা, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২১টিতে শহীদ মিনার আছে। ১০৬টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ২০টি ইবতেদায়ি মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। তিনটি কলেজের মধ্যে রামপাল সরকারি কলেজে শহীদ মিনার থাকলেও সেটা রয়েছে অযত্ন ও অবহেলায়। ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে শহীদ মিনার আছে। বাকি ২০টিতে নেই। আলিম মাদরাসার দুটির কোনোটাতেই শহীদ মিনার নেই। দাখিলের ১০টির মাদরাসার মধ্যে কোনোটিতেই নেই শহীদ মিনার। পাঁচটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শহীদ মিনার নির্মাণ না হওয়ায় আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা তথা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার না থাকা সংক্রান্ত তথ্য পাঠিয়েছি। আশা করছি আগামী বছরের মধ্যে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হবে।

সর্বশেষ খবর