সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রামে আলু চাষিদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আলু চাষিদের বিক্ষোভ

্রহিমাগার মালিকদের আকস্মিকভাবে হিমাগারে আলুর বস্তা সংরক্ষণে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন । বক্তব্য রাখেন আবুল কাশেম দুলাল, আইয়ুব আলী ব্যাপারী, শাহ আলম মোস্তফা প্রমুখ। তারা জানান, আগে ৬৫ কেজির বস্তার মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৬০ টাকা যা পরবর্তীতে জেলার কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও রংপুর বিভাগীয় অ্যাসোসিয়েশন কর্তৃক বস্তায় ১৫ কেজি আলু কমিয়ে ৫০ কেজি বস্তার দাম ধরা হয়েছে ২৬০ টাকা। এ ছাড়াও প্রতি কেজি আলুর মূল্য ৪ টাকার স্থলে নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ২০ পয়সা। কল্যাণ সমিতির দাবি- প্রতি কেজি আলুর ভাড়া ১ টাকা কমিয়ে ৩ টাকায় নির্ধারণ করা হোক।

সমিতির সভাপতি আবুল কাশেম জানান, বিরূপ আবহাওয়ার কারণে কুড়িগ্রামের আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও উল্টো ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছি আমরা। তাই ব্যবসায়ী ও চাষিদের ক্ষতির দিক বিবেচনা করে হিমাগারে বস্তা সংরক্ষণে প্রতি কেজি আলুর ভাড়া ৩ টাকা নির্ধারণ করা দরকার।

সর্বশেষ খবর