মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাহিদ হত্যার বিচার দাবি

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ (২৪) হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীসহ স্থানীয় এলাকাবাসী। গতকাল সকাল ১১ টায় আড়পাড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এর সামনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,  বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা মেধাবী ছাত্র নাহিদ হত্যার সঙ্গে জড়িত খুনিদের ফাঁসি দাবি করেন তারা। এ সময় নিহত নাহিদের বাবা নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার মিরপুর এলাকার মেস বাড়ির একটি ফ্ল্যাটে তুচ্ছ ঘটনায় রুমমেট মনোয়ার পারভেজ নামে এক ছাত্র নাহিদকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে নাহিদকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনোয়ারকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর