মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুর হাত ধরেই ভাষা আন্দোলনের সূচনা : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, একুশ মানে মাথা নত না করা। বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়া দিয়ে প্রতিটি আন্দোলনে জয়লাভ করেছে। বঙ্গবন্ধুর হাত ধরেই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ভাষা আন্দোলনের গভীরতায় সম্মুখ সারিতে থাকা নামটি শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসকদের কুমতলব তরুণ বয়সেই বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু। নিপুণ হাতের ছোঁয়ায় গঠন করেন ছাত্রলীগ।

ছাত্র-জনতার স্বপ্ন-সাহসের প্রতিচ্ছবি হিসেবে আত্মপ্রকাশ করান তিনি। বঙ্গবন্ধু জাতিসংঘের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।

এই বিশ্ব সংস্থাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সাড়া দিয়ে অমর একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এখন বিশ্বের দুই শতাধিক দেশে পালিত হয় এ মহান দিবস। গতকাল সকালে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তাজুল ইসলামের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২০০ বই বিতরণ করেন।

কেএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ আল রহমান জনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, সহকারী কমিশনার ভূমি শুভাশীষ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর