মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিশু পাচার বন্ধের দাবি

বাগেরহাট প্রতিনিধি

কভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন আচরণ প্রতিরোধ ও সুরক্ষায় স্থানীয় সরকারের কমিটির প্রশাসনিক ব্যবস্থার প্রয়োগ ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ হলের সম্মেলন কক্ষে উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিলের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার  রফিকুল ইসলাম ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২১ সালের আদম শুমারি অনুযায়ী দেশের জনোগোষ্ঠীর শতকরা ৪৫ জন শিশু হিসেবে বর্তমানে দেশের শিশুর সংখ্যা আনুমানিক ৬ কোটি ৩০ লাখ। এরমধ্যে শতকরা ২৭ ভাগ শহরে ও ৭৩ ভাগ গ্রামে বাস করে। প্রতিদিন অসংখ্য শিশু পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে ও সমাজের বিভিন্ন স্থানে দৈহিক ও মানসিক সহিংসতায়, বাল্যবিয়ে ও পাচারের শিকার হচ্ছে। বাংলাদেশে ২০১১ সালে প্রণীত শিশু নীতিমালায় শিশুদের মৌলিক মানবাধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। সরকারি নীতি ও আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে বাল্যবিয়ে, শিশুশ্রম, যৌন নির্যাতন, শিশু পাচার একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ অবস্থার প্রতিকারে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর