মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় তদন্ত সম্পন্ন, প্রতিবেদন দাখিল

গাজীপুর প্রতিনিধি

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় তদন্ত সম্পন্ন, প্রতিবেদন দাখিল

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি মাসে ২৭ দিনের ব্যবধানে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মৃত্যুর ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার ভৌমিক এ তথ্যটি নিশ্চিত করেছেন। কমিটি সম্মিলিতভাবে ১৮ পৃষ্ঠার মূল প্রতিবেদন তৈরি করে। এতে নানা পরামর্শ হিসেবে আরও পাতা যুক্ত করা হয়েছে।  গাজীপুরে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ২৭ দিনের ব্যবধানে এ পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা যায়। পার্ক প্রতিষ্ঠার পর চলতি বছরই সবচেয়ে বেশি প্রাণীর মৃত্যুর এ ঘটনা ঘটে। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গত ২৬ জানুয়ারি গঠন করা হয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পাঁচ সদস্যের এ কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়। তদন্ত কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরও ১০ দিন সময় বাড়ানো হয়। কমিটিতে আরও তিন কর্মকর্তাকে কো-অপ্ট করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকার বনসংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ, কেন্দ্রীয় রোগ নির্ণয় ল্যাবে কর্মরত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আজম চৌধুরী।

সর্বশেষ খবর