শিরোনাম
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

তুই সম্বোধন করায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মেসেঞ্জার চ্যাটে বয়সে ছোট ভাই এক বড় ভাইকে তুই বলে সম্বোধন করেছিল। সেই তুই বলার জের ধরে তুই সম্বোধনকারীকে না পেয়ে তার বন্ধুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ৪-৫ জন যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফতুল্লার মুসলিমনগর এলাকায়। তাৎক্ষণিক ফতুল্লা মডেল থানা পুলিশ চার যুবককে আটক করেছে। ঘটনা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গতকাল রাত ১১টায় জানান, ফতুল্লার মুসলিমনগর এলাকায় রবিন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রবিনের পিঠে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভাণ্ডারীর ছেলে। এ ঘটনায় বিল্লাল, মুন্না, শাওন ও অনিক নামে চার যুবককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মুসলিম নগর এলাকায় অজ্ঞাত কয়েক জনের সঙ্গে রবিনের তর্ক হয়। এ নিয়ে ওই যুবকরা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রবিনের চাচা মনির হোসেন জানান, কী নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের লাশ দেখেছি। রবিন তার বাবা মায়ের সংসারে একমাত্র ছেলে সন্তান। তার ছোট আরও দুই বোন রয়েছে। রবিন ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক নগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করে। বিকালে দেখেছি মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছে রবিন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান রাত সোয়া ১১টায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক  চারজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর