শিরোনাম
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্রিজে বদলে যাবে জনপদ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ব্রিজে বদলে যাবে জনপদ

সেতু না থাকায় খেয়া নৌকায় নদী পারাপার -বাংলাদেশ প্রতিদিন

গোলাপের চর। কুমিল্লার দাউদকান্দির উত্তর ইউনিয়নের একটি গ্রাম। ব্রিজ না থাকায় ৫০ বছরের বেশি সময় ধরে তারা নৌকায় পারাপার হন। এতে গোলাপের চরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। গোলাপের চর এলাকায় একটি ব্রিজ হলে বদলে যাবে ৪০ হাজারের বেশি মানুষের ভাগ্য। কৃষি ও মাছে সমৃদ্ধ এ জনপদ পিছিয়ে আছে শুধু অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে। সূত্রমতে, গোমতী ও কাঠালিয়া নদী ১৪টি গ্রামের এ জনপদ চরাঞ্চল নামে পরিচিত। উপজেলা কার্যালয় থেকে দুই কিলোমিটার দূরে অবস্থান। এ ইউনিয়নের প্রধানত দুটি স্থান দিয়ে লোকজন যাতায়াত করেন। একটি হচ্ছে- কেরোসিন ঘাট হয়ে গোলাপের চর। আরেকটি বাতাইকান্দি হয়ে ভিটিকান্দি। ভিটিকান্দি ব্রিজের কাজ চলমান রয়েছে। এতে ইউনিয়নের উত্তর এলাকার মানুষ উপকৃত হবেন। দক্ষিণ অঞ্চলে কেরোসিন ঘাট হয়ে গোলাপের চর এলাকায়ও একটি ব্রিজ প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। গোলাপের চরের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় এ ইউনিয়নের শিক্ষার হার নিম্নগামী। যোগাযোগব্যবস্থা ভালো হলে এখানে চরে পর্যটন কেন্দ্র গড়ে ওঠতে পারে। কৃষিতে আসবে আরও সমৃদ্ধি। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় এখানে চিকিৎসাসেবা পাওয়া যায় না। দূরের স্কুলে গিয়ে শিশুরা পড়তে চায় না। ভিটিকান্দি এলাকার বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এমদাদুল হক বলেন, নদীর ওপর ব্রিজ হলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন বলেন, গোলাপের চর এলাকায় ব্রিজ হলে এ জনপদের মানুষের মুখে হাসি ফুটবে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন খন্দকার বলেন, গোলাপের চর এলাকায় ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। ব্রিজটি হলে এ জনপদ অনেক এগিয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর