রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শ্রীপুরে স্পিনিং মিলে আগুন

দুই জেলায় ৫৬ দোকান পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

শ্রীপুরে স্পিনিং মিলে আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে গত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খুলনার রূপসা পাইকারি কাঁচাবাজারে গতকাল আগুনে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- খুলনা : বেলা ১১টার দিকে রূপসা কাঁচাবাজারে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁচাবাজারে ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতা আলী হাওলাদার জানান, আগুনে বাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা শামসুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়া ও বয়রার চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার রাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটিবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলা দমকল বাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শ্রীপুর (গাজীপুর) : দমকল বাহিনী ও আউটপেস স্পিনিং মিলের কর্মকর্তা কবির হোসেন বলেন, কিছুদিন আগে কারখানার সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলা রাখা হয়েছিল। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর শ্রীপুরসহ বিভিন্ন স্থানের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর