রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জনবল আছে ফায়ার সার্ভিস স্টেশন নেই

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকলেও ১০ বছর ধরে জনবল নিয়োগ আছে এই স্টেশনের নামে। রয়েছে গাড়ি বরাদ্দ। এই স্টেশনের নামে নিয়োগ পাওয়া পাঁচজনই সংযুক্ত রয়েছেন নোয়াখালীর কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনে। বরাদ্দ গাড়িটি আছে ঢাকায়। সূত্র জানায় ভূমি জটিলতা ও মামলার কারণে দাগনভূঞা স্টেশনটির কাজ শুরু হচ্ছে না।  জানা যায়, গত ২০১০-১১ অর্থবছরে দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশনের জন্য তৎকালীন জেলা প্রশাসক আবদুুল কুদ্দুস খান ৩৩ শতক ভূমি অধিগ্রহণ করেন। যার মূল্য ২২ লাখ ২১ হাজার ৫০৯ টাকা। ভূমি মালিকরা ভূমি সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ছয় জনকে আসামি করে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে মামলা করেন। এরপরই ও স্থানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ বন্ধ হয়ে যায়। সরকার ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর অন্য স্থানে ৩৩ শতক জমি কেনে। ২০১৮ সালে অধিগ্রহণের টাকা ভূমি মালিকদের হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রকল্পের দাম বেড়ে যাওয়া এবং মেয়াদ শেষ হওয়ায় কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, প্রতিবছর দাগনভূঞা উপজেলায় অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। গত দুই মাসে এই উপজেলায় ২০-২৫টি অগ্নিকাণ্ড ঘটেছে। এখানে ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত র্নিমাণ প্রয়োজন। ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মৃৎসুদ্দী বলেন, প্রধানমন্ত্রীর নতুন ১১০টি প্রকল্পের মধ্যে দাগনভূঞা ফায়ার স্টেশন নির্মাণকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী ১২৫টি ফায়ার সার্ভিস স্টেশন প্রকল্পের উদ্বোধনকালে পুকুর ছাড়া কোনো ফায়ার স্টেশন হবে না বলে জানিয়েছেন। এখন দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে পুকুরের জন্য জায়গা অধিগ্রহণ করতে হবে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দলিব বলেন, উচ্চ আদালতে পাঁচ বছর ধরে মামলা চলায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আগামীতে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর