রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

১৪ বছর পর স্বজন ফিরে পেয়ে পরিবারে আনন্দ

নাটোর প্রতিনিধি

১৪ বছর পর স্বজন ফিরে পেয়ে পরিবারে আনন্দ

মিনহাজের সঙ্গে পরিবারের সদস্যরা

১৪ বছর আগে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে ব্যবসার জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় যান মিনহাজ আলী। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজি এবং থানায় জিডি করেও তার সন্ধান পায়নি পরিবার। মিনহাজ নিখোঁজ হওয়ার দুই বছর পর মারা যান তার স্ত্রী নার্গিস বেগম। ১৪ বছর পর হঠাৎ গত বৃহস্পতিবার আরও দুই ছেলে ও দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়ি ফেরেন মিনহাজ আলী। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়ে খুশি প্রথমপক্ষের সন্তানরা। মিনহাজ নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামের মৃত নওশের ফকিরের ছেলে। তার বর্তমান বয়স ৫০ বছর। এত বছর পর বাড়ি ফেরায় তাকে দেখতে ভিড় করছেন গ্রামের মানুষ। মিনহাজের বড় ছেলে শান্ত বলেন, ‘আমরা যখন ছোট তখন আব্বা ব্যবসার কাজে গিয়ে হারিয়ে যান। অনেক খুঁজেও বাবাকে পাইনি।’ মিনহাজ বলেন, ‘আমি ২০০৮ সালে সীমান্ত এলাকায় গিয়ে বর্ডার পার হলে বিএসএফ ধরে জেলে বন্দী করে। জেল থেকে ছাড়া পেয়ে ঢাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করি। পরিবারের লোকজন খোঁজখবর নেয় না দেখে দ্বিতীয় বিয়ে করি। এতদিন পর সবাইকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।

সর্বশেষ খবর