রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঝড়-বৃষ্টিতে নষ্ট খেতের ফসল

নীলফামারী ও কুড়িগ্রাম প্রতিনিধি

ঝড়-বৃষ্টিতে নষ্ট খেতের ফসল

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে ঝড়-শিলাবৃষ্টি শুরু হয়। এতে উপজেলার মাগুড়া ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর, বাহাগিলী, নিতাই, পুটিমারি ইউনিয়নে আলু, তামাক, ভুট্টা, কাঁচামরিচ, পিঁয়াজ, রসুনসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। কৃষকের চোখে-মুখে দেখা গেছে হতাশার ছাপ। তারা জানান, হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর পরপরই শুরু হয় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। ১০ থেকে ১৫ মিনিটব্যাপী ঝড় ও শিলাবৃষ্টি স্থায়ী ছিল। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে তামাক ৩০ হেক্টর ও ১৩০ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। এদিকে কুড়িগ্রামের চার উপজেলার কয়েক? এলাকায় ঝড় আর শিলাবৃষ্টির তান্ডবে ভুট্টা, গম ও আলু-শাকসবজিসহ ফসলের হানি ঘটেছে। সেই সঙ্গে অনেক এলাকায় আমে মুকুল ঝরে পড়েছে। উপড়ে গেছে গাছ। আধাপাকা ও কাঁচা বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়ির চাল উড়ে গেছে। সদর উপজেলার কৃষক নজিবুল হক জানান, দমকা বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি ২০-২৫ স্থায়ী মিনিট ছিল। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুর রশিদ বলেন, শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির খবর তেমন পাইনি। তবে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও সদর উপজেলায় ঝড়ে গম ৬০ হেক্টর, ভুট্টা ৪৫ হেক্টর ও ২৫ হেক্টর জমির ফসল শাক-সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর