রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফসলি জমি কেটে রাস্তা সংস্কার, ক্ষতিগ্রস্ত কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

ফসলি জমি কেটে রাস্তা সংস্কার, ক্ষতিগ্রস্ত কৃষক

জয়পুরহাট সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। ফসলি জমির মাটি কাটার অনুমতি না থাকলেও এস্কেবেটর দিয়ে অবৈধভাবে খনন করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সরেজমিনে জানা যায়, এলজিইডির ব্যবস্থাপনায় সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে হরিপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা প্রশস্ত ও কার্পেটিং কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইথান এন্টারপ্রাইজ। এ কাজে রাস্তা বর্ধন করার জন্য অন্য স্থান থেকে মাটি আনতে হবে এমন চুক্তি আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিইডির। চুক্তির নিয়ম না মেনে সড়কের পাশে ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে রাস্তায় ফেলছেন ঠিকাদারের প্রতিনিধিরা। তাছাড়া রাস্তার দুই পাশ থেকে গভীর করে মাটি তোলায় সড়কও ঝুঁকির মধ্যে পড়ছে। গ্রামের কৃষকরা জানান, আমরা উন্নয়নের স্বার্থে অবশ্যই রাস্তা চাই। কিন্তু আমাদের আলু, সরিষা, ধানসহ বিভিন্ন ফসল নষ্ট করে মাটি কেটে রাস্তা ভরাট করা হচ্ছে। স্থানীয় ভাদসা ইউপি সদস্য লিটন জানান, ‘আমি কৃষকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ করে খালের মতো মাটি খনন করা হচ্ছে। এতে প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর জানান, ঠিকাদারকে অন্য জায়গা থেকে মাটি কেনার জন্য এলজিইডি অর্থ বরাদ্দ দিয়েছে। কিন্তু কৃষকদের অর্থ না দিয়েই তাদের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছে, এর ক্ষতিপূরণ দিতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইথান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাসেলকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ‘বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে। কৃষকদের জমি বা ফসলের ক্ষতি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর