রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গতকাল থেকে শুরু হয়েছে। তিন দিন চলবে মেলায়। প্রতিনিধিদের খবর- বাগেরহাট : সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন। মেলার স্টলগুলোতে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ-আল-আসাদ। লক্ষ্মীপুর : জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম।  রাজবাড়ী : মেলা উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি (রাজবাড়ী-১)। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর