রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভুয়া ডাক্তারের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘির আল-শাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ভুয়া ডাক্তারকে ছয় মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ড পাওয়া ব্যক্তির নাম আবদুর রশিদ সরকার। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। সহায়তা করেন এনএসআই, র‌্যাব ও সিভিল সার্জনের প্রতিনিধি।

জানা যায়, আবদুর রশিদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। পরবর্তীতে তিনি পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছেন। অথচ এমবিবিএসসহ একাধিক উচ্চতর ডিগ্রি ব্যবহার ও অভিজ্ঞ সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার নামে প্রতারণা করে আসছেন।

সর্বশেষ খবর