রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বেতনের টাকা না দেওয়ায় শিক্ষিকাকে মারধর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বেতনের টাকা না দেওয়ায় শিক্ষিকাকে মারধর

কালিয়াকৈরে বেতনের টাকা না দেওয়ায় এক শিক্ষিকাকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। খবর পেয়ে গতকাল সকালে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই শিক্ষিকা কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। আহত শিক্ষিকা হলেন- কালিয়াকৈর উপজেলার কোটবাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে নার্গিস আক্তার। তিনি উপজেলার নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়াকৈরের লতিফপুর এলাকার ছানোয়ার হোসেনের ছেলে পারভেজ রানার সঙ্গে পারিবারিকভাবে নার্গিসের বিয়ে হয়। স্ত্রী নার্গিসের কাছে বেতনের টাকা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। এ সময় ওই শিক্ষিকা একাধিবার ৯৯৯-এ ফোন দিয়ে নাম্বার ব্যস্ত দেখে সহকর্মীদের বিষয়টি জানান। পরে তার সহকর্মীরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশে সহকর্মীরা স্বামীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ আলাউদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতা শিক্ষিকা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ খবর