মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে দ্বিতীয় দিনের অভিযানে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলী, ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান, ব্যবস্থাপক ইএসএস প্রকৌশলী রফিকুজ্জামান, উপব্যবস্থাপক হাসান আহমেদ, সহকারী ব্যবস্থাপক রাজস্ব শামীম আহমেদ প্রমুখ।  

-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

মমেকে ক্লাস-পরীক্ষা বর্জন  শিক্ষক-শিক্ষার্থীদের

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনে ফায়দা হাসিলের চেষ্টার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা। গতকাল সকাল থেকেই পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। পরে শিক্ষকদের সঙ্গে সংহতি জানান শিক্ষার্থীরাও। এরআগে, শিক্ষকদের এক সভা থেকে ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।  

-ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর