মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

পঞ্চগড়ে শিক্ষার মান বাড়াতে প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে শিক্ষার গুণগতমান বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভজনপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, ভালো ফলাফল, প্রতিষ্ঠানের সার্বিক মানবৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রশাসন এই কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিপন মো. হাবিবুর রহমান।  কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কফিলউদ্দিন আহাম্মেদ, কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ১৬টি উপ-কমিটি গঠন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ প্রশাসনের কর্মপদ্ধতি, আচার-আচরণ, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, ভালো ফলাফল, প্রতিষ্ঠানের সার্বিক মানবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে অবহিতকরণ করা হয়। কর্মশালায় কলেজের ৪৫ শিক্ষক, ১৫ জন কর্মচারী, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। পরে কলেজের অধ্যক্ষ সিপন মো. হাবিবুর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান।

 

 

সর্বশেষ খবর