মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জসিমের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ১৬ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হন মো. জসিম উদ্দিন (৪২) নামে ওই ব্যক্তি। ১৮ বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (২০০৪ সালে) একটি হত্যা মামলায় ২০০৬ সালে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদও দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের নেতৃত্বে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভোলাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওসি মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশারসহ নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার পথে জালকুড়িস্থ সীমা ডাইং মিলের সামনে পৌঁছানো মাত্র আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলযোগে তাদের বেবিট্যাক্সির গতিরোধ করে গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে হুমায়ুন এবং জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ খবর