বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

৬ ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

বায়ুদূষণ রোধে হাই কোর্ট আগামী ১৫ দিনের মধ্যে ঢাকাসহ পাশর্^বর্তী পাঁচ জেলার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশনার এক দিন পরই গতকাল ঢাকার ধামরাইয়ের ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনটি অবৈধ ইটভাটা এক্সকেভেটর দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়াসহ পাঁচ ভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ভাটার চুল্লিতে পানি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ের সুতিপাড়া ও গোপালকৃষ্ণপুর এলাকায় পরিবেশ অধিদফতরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজীব প্রমুখ। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এবং আবাদি জমির মাটি কাটাসহ বায়ুদূষণের অভিযোগে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায়  এ অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর