সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

সড়কে তিন বন্ধুর মৃত্যু জানাজাও একই সঙ্গে

পাঁচ জেলায় নিহত আরও ৬

প্রতিদিন ডেস্ক

সড়কে তিন বন্ধুর মৃত্যু জানাজাও একই সঙ্গে

ব্রাহ্মণবাড়িয়ায় গত শনিবার রাতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এ ছাড়া শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যালক-দুলাভাইসহ আরও ছয়জন। প্রতিনিধিদের পাঠানের খবর-

ব্রাহ্মণবাড়িয়া :  শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন তিন বন্ধু নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভূইয়া (২৪) ও এনামুল (২৫)। পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই তিন আরোহী। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাতে এনামুল মারা যায়। গতকাল সকালে জেলা শহরের মিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে একই সঙ্গে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। বেনাপোল (যশোর) : শনিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক দুলাভাই নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ব্যবসায়ী মহিন (৩৬) ও তার দুলাভাই একই গ্রামের রাজমিস্ত্রি আশরাফুল (৪২)। চুয়াডাঙ্গা : দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন আবু সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তি। তার বাড়ি উপজেলার শ্যামপুর গ্রামে। বাগেরহাট : গতকাল বিকালে শরণখোলা উপজেলায় সড়কে ইজিবাইকের ধাক্কায় রিয়া মণি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রিয়া কদমতলা গ্রামের বেল্লাল হাওলাদারের মেয়ে। চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় গতকাল দুপুরে মালবাহী ট্রলির চাপায় রাফি (১৪) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। রাফি বৈদ্যনাথপুর গ্রামের প্রবাসী রফিক প্রধানের ছেলে। মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় বাদশা মিয়া (৭০) নামে এক পথচারী আহত হন। মেহেদী একই গ্রামের তোতা মিয়ার ছেলে।

সর্বশেষ খবর