সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শ্রীপুরে প্রিন্টিং কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় গতকাল একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকাল ৪টার দিকে বারতোপা প্রিন্টার্স লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর দমকল বহিনীর কর্মীরা বিকাল ৫টায় ৪০ মিনিটের দিকে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ নাফিজ ইকবাল (২৪) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে শহরের সৈকতসংলগ্ন লাইটহাউস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার তোশকের নিচে রাখা ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ও ১টি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ জব্দ করা হয়। নাফিজ কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল র‌্যাব ১৫- কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন বলেন, নাফিজকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। -কক্সবাজার প্রতিনিধি

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে সাবিবুল ইসলাম শিপন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নিজ বাড়ির পাশে একটি গাছ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সাবিবুল উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা রাধানগর এলাকার  সিরাজ উদ্দিনের ছেলে। ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শিপনের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। -মানিকগঞ্জ প্রতিনিধি

বারিতে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে গতকাল পুষ্টি সমৃদ্ধ অপ্রধান দানাদার ফসলের গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষণা মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। সভাপতিত্ব করেন বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মোবারক আলী। -গাজীপুর প্রতিনিধি

কুবিতে উদ্যোক্তা মেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সংগঠন ইন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) গোল চত্বরে এই মেলার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের ১০টি প্লাটফর্ম এই প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে। -কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর