সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামে। এ ঘটনায় গতকাল শেরপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ছুরিকাঘাতে ছকিনা বেগম (৪৫) বেলগাড়ী গ্রামের সোলেমান আলীর স্ত্রী। জানা যায়, দুই বছর আগে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামের সোলেমান আলীর মেয়ে শারনীর সঙ্গে সিরাজগঞ্জের নবির উদ্দিনের ছেলে সাগরের বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় চার মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে শারনীকে বিয়ে করার প্রস্তাব দেন সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি উত্তরপাড়া গ্রামের সুজন মিয়া। কিন্তু ছেলে বখাটে হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন শারনীর পরিবার। সেই সঙ্গে শারনীকে আগের স্বামীর সঙ্গেই আবারও বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তার পরিবার। এরপর গত শুক্রবার শারনী ও তার সাবেক স্বামী সাগর দেখা করলে তাদের ধাওয়া দেয় সুজন ও তার লোকজন। এ সময় সাগর দৌড়ে শ্বশুরবাড়ি গিয়ে আশ্রয় নেয়। তাকে রক্ষা করতে এলে হামলাকারীরা সাগরের শাশুড়ি ছকিনা বেগমের পেটে ছুরিকাঘাত করে। হাসপাতাল সূত্র জানায়, ছুরিকাঘাতে ওই নারীর নাড়ি-ভুঁড়ি বের হয়ে আসে।

সর্বশেষ খবর