মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিডিআর সদস্য হত্যায় যাবজ্জীবন ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক বিডিআর (বিজিবি) সদস্য হিরু মিয়া হত্যার ১৬ বছর পর চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন- আবু সাম, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিডিআর সদস্য হিরুর সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। হিরু ছুটিতে বাড়ি এলে ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কোড়ামারী প্রাথমিক স্কুলের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার হিরু মিয়াকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেন।

সর্বশেষ খবর