মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

চুরির অপবাদ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সেন্ডেল ও মোবাইল চুরির অপবাদে মারধরের বিচার না পেয়ে অপমানে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী। কীটনাশক পানের ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়ায়। বর্তমানে মেয়েটি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে। ভুক্তভোগী ছাত্রী জানায়, শনিবার স্কুলে যায় সে। তখন একই মহল্লার কয়েস উদ্দিনের ছেলে বহিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন আব্দুস সালাম ও তার স্ত্রী চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে চড়-থাপ্পড় মারে। এ সময় সালাম তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। ঘটনার রাতে সালিশে পাঁচ দিনের মধ্যে তাকে মোবাইল ফোন ও সেন্ডেল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এ অপমান সইতে না পেরে ওই রাতে কীটনাশক পান করে।

পরিবারের লোকজন তাকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত সালামের জানান, তার স্ত্রী মেয়েটিকে মারধর করলেও তিনি ছাত্রীকে কিছু বলেননি। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর