মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

সেশনজট কমানোর দাবিতে বিভাগে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেশনজট কমানোর দাবিতে বিভাগের কলাপসিবল গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। এক সপ্তাহ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। গতকাল সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু হয়। গেটে তালা দেওয়ায় ভিতরে আটকে পড়েন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

এ সময় প্রক্টরিয়াল বডি শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।’ পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ক্লাস-পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

সর্বশেষ খবর