শিরোনাম
শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ, ভোগান্তি

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ, ভোগান্তি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের উভয় পাড়ে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঘাট কম থাকায় এবং সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত গাড়ির চাপে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঘাট এলাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা গাড়ির চালক ও পরিবহন শ্রমিক এবং ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল সকালে পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, পাটুরিয়া প্রান্তে  শত শত যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ রুটে আটকে পড়া যানবাহনের যাত্রী ও  শ্রমিকরা। সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট ও ফেরির কোনো সমস্যা না থাকলেও অতিরিক্ত যানবাহনের কারণে এ সমস্যার সৃষ্টি হছে বলে তারা জানিয়েছেন। একই অবস্থা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটেরও। সকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ঘাট থেকে প্রায় আট কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী গাড়ি আটকে আছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। ফেরির কোনো সমস্যা নেই। সাপ্তাহিক ছুটির জন্য অতিরিক্ত যানবাহনের কারণেই মূলত এ সমস্যা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, প্রতি ছুটির দিনেই এ রুটে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত গাড়ি চলে আসে। যাত্রীবাহী পরিবহন না থাকলেও গতকাল সন্ধ্যার পরেও পারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে রয়েছে। জানা জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বর্তমানে পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট স্বল্পতা রয়েছে। এখানে সাতটি ঘাটের মধ্যে চারটি চালু রয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত বা ছোট গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সাধারণ পণ্যের গাড়িগুলোকে ফেরি পার হতে অনেক সময় ২৪ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত গাড়ির চাপ এবং ঘাট কম থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ খবর