শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

মনকাড়া হলুদ ফুলে সেজেছে গ্রাম বাংলার প্রকৃতি। অপরূপ দৃশ্য। মৌমাছির গুনগুন শব্দে মুখরিত সূর্যমুখী ফুলের মাঠ। হলুদ রঙের হাজারো ফুল মুখ করে আছে সূর্যের দিকে। তাই এর নাম সূর্যমুখী। সবুজ মাঠজুড়ে সূর্যের হাসিতে হাসছেন টাঙ্গাইলের চাষিরা। জানা যায়, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে তেলজাতীয় ফসল সূর্যমুখীর চাষ। ফলন ভালো ও বাজারে দাম বেশি পাওয়ায় কৃষক ঝুঁকছেন সূর্যমুখী চাষে। দেশে তেলের ঘাটতি কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে নানা প্রণোদনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় ২২৮ হেক্টর জমিতে চাষিরা সূর্যমুখীর আবাদ করছেন। জেলার ১২ উপজেলায় পাঁচ বছর আগেও সূর্যমুখীর চাষে কৃষকের তেমন আগ্রহ ছিল না। তেলজাতীয় ফসল চাষ বৃদ্ধির জন্য সরকারের কৃষি বিভাগের নানামুখী প্রকল্পে টাঙ্গাইলে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। তেল আমদানিনির্ভরতা কমানোর জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সূর্যমুখীর চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এর ফলে টাঙ্গাইলের কৃষকরা কয়েক বছর যাবৎ সূর্যমুখী চাষ করছেন। গত মৌসুমে বাজারে ভালো দাম পাওয়ায় ও চাহিদা বেশি থাকায় কৃষক লাভবান হয়েছেন। এ কারণে চলতি মৌসুমেও বেশি জমিতে তারা সূর্যমুখীর চাষ করেছেন। সারা জেলার কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সূর্যমুখী চাষে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। বর্তমানে ফসলের খেতজুড়ে শোভা পাচ্ছে রঙিন সূর্যমুখী ফুল। গত বছরের মতো এবারও দাম ভালো পেলে আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখী চাষের কথা ভাবছেন কৃষক।

 

সর্বশেষ খবর