শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আখাউড়ায় মর্টার শেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতাযুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে পৌর শহরের তারাগন এলাকায় মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ওই মর্টার শেলটি লম্বায় ২২ ইঞ্চি। বর্তমানে মর্টার শেলটি ওই এলাকায় একটি শুকনো পুকুরের নিচে গর্ত করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সেনাবাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা মর্টার শেলটি পরীক্ষা নিরীক্ষা করবেন বলে পুলিশ জানিয়েছে। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মর্টার শেলটি খুবই পুরাতন। এটি পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই জানা যাবে এটি সক্রিয় কি না। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুটি হরিণের চামড়া জব্দ

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া জব্দ করেছে বনরক্ষীরা। ওই গ্রামের সুমন মুন্সীর বসতঘর থেকে গতকাল চামড়া দুটি জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শিকার করে আনা হরিণের চামড়া রাখার খবর পেয়ে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। চামড়া দুটি মাঝারি আকারের। অভিযুক্ত সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। -বাগেরহাট প্রতিনিধি

পাঁচ দফা দাবিতে শিক্ষকবন্ধন

শতভাগ উৎসব ভাতাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরে শিক্ষকবন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সদস্যরা। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সংঠনের গাজীপুর জেলা শাখা আয়োজিত এই শিক্ষকবন্ধনে বক্তৃতা করেন আসমা আক্তার, আবুল কালাম, মোশারফ হোসেন প্রমুখ। -গাজীপুর প্রতিনিধি

জমি লিখে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন 

ময়মনসিংহের ভালুকায় ফজলুল হক নামে এক মানসিক প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মুক্তিযোদ্ধা কমান্ড ভালুকার আয়োজনে হবিরবাড়ী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, পাড়াগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী ফজলুল হককে বিয়ের কথা বলে দলিলে স্বাক্ষর নিয়ে কোটি টাকা মূল্যের এক একর জমি রেজিস্ট্রি করে নেয় একটি চক্র। রাখেন মুক্তিযোদ্ধা আফসার খান, হাজী লাল মাহমুদ সরকার, ভুক্তভোগীর মা ফজলুল হকের মা ফুলজান প্রমুখ। -ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর