রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

পৌরসভার প্রবেশপথে আবর্জনার স্তূপ

ফেনী প্রতিনিধি

পৌরসভার প্রবেশপথে আবর্জনার স্তূপ

ফেনীর দাগনভূঞা পৌরসভার প্রবেশপথে স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। ফলে এ সড়কে চলাচলকারীদের দুর্ভোগের শেষ নেই। দুর্গন্ধের কারণে নাক চেপে পার হতে হয় আবর্জনার স্থান। দাগনভূঞা পৌরসভায় জনসংখ্যা প্রায় ৭৫ হাজার। ওয়ার্ড সংখ্যা ৯। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজের পাশে পৌরভবন অবস্থিত। সরেজমিন দেখা যায়, পৌরসভার ভবন ও পৌর চত্বর সাজানো-গোছানো হলেও পৌরসভায় প্রবেশপথে রয়েছে বিশাল অংশজুড়ে রয়েছে আবর্জনার স্তূপ। আবর্জনার কারণে ইকবাল মেমোরিয়াল কলেজে ও পৌরভবনে  প্রবেশের সময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পোহাতে হয় দুর্ভোগ। ইকবাল মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী জাহানারা জানান, কলেজে প্রবেশের সময় ময়লার দুর্গন্ধে তাদের খুবই সমস্যা হয়। শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, মাঝে মধ্যে কলেজে ক্লাস করার সময়ও তাদের নাকে আবর্জনার দুর্গন্ধ লাগে।

স্থানীয় বাসিন্দারা জানান,  দুর্গন্ধের কারণে তারা বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে থাকতে পারছেন না। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে জমি কিনতে হবে। যে কারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। প্রকল্প দিয়েছে কিন্তু প্রকল্পের সঙ্গে জমি নেই। তবে  যে করেই হোক এ মাসের মধ্যেই ময়লার ভাগাড়টি সরিয়ে ফেলা হবে। মোটামুটি বিকল্প একটা ব্যবস্থা করছি।

সর্বশেষ খবর