রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সময় বাড়িয়েও শেষ হয়নি বাঁধের কাজ

সুনামগঞ্জ প্রতিনিধি

সময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা শহরের ট্রাফিক পয়েন্টে গতকাল দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের সব হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার বাধ্যবাধকতা ছিল। তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে আরও ১০ দিন সময় বাড়ায় পানি উন্নয়ন বোর্ড-পাউবো ও প্রশাসন। বর্ধিত সময়েও বাঁধের কাজ সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজে-কলমে কাজের অগ্রগতি ৮৩ ভাগ দেখালেও বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। এমন পরিস্থিতিতে বছরের একমাত্র ফসলের সুরক্ষা নিয়ে শঙ্কিত কৃষক। তাদের ভাষ্য, আগাম বন্যায় যদি কৃষকের ফসলের ক্ষতি হয় এর দায় কর্তৃপক্ষকে নিতে হবে।

হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি সুখেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা প্রমুুখ। উল্লেখ্য, চলতি মৌসুমে জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল সুরক্ষায় ৭২৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১৩০টি ঝুঁকিপূর্ণ ক্লোজার বন্ধকরণসহ প্রশাসনের তত্ত্বাবধানে ৫৩২ কিলোমিটার বাঁধ নির্মাণ করছে পাউবো। এ জন্য সরকার ১১৯ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

সর্বশেষ খবর