রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুটমেন্ট সেন্টার : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র সৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছে তরুণরা। আর এই তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে দেশে গুণী নেতৃত্ব তৈরি করতেই ছাত্রলীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের যত তুখোড় রাজনীতিবিদ রয়েছেন, তারা সবাই ছাত্রলীগের রাজনীতি করেই এ পর্যন্ত এসেছেন। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুটমেন্ট সেন্টার। গতকাল জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।  মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি উন্নত দেশ রূপান্তরের কাজ করছেন তিনি। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে ২ হাজার ১০০ ডলারে এসে দাঁড়িয়েছে। -জামালপুর প্রতিনিধি

বাবা-মেয়েকে বেঁধে নির্যাতন

মাদারীপুরের কালকিনিতে বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে এসে নির্যাতনের শিকার হয় তার স্কুলপড়ুয়া মেয়েও। কালকিনি উপজেলার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকার বৃদ্ধ আশরাফ আলী বাড়ির উঠানে সম্প্রতি লাউগাছ লাগান। এ নিয়ে প্রতিবেশী বাচ্চু ফকিরের সঙ্গে কিছুদিন ধরে তার বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে আশরাফ আলী লাউগাছের মাথা কাটতে গেলে কথা কাটাকাটি হয় বাচ্চুর সঙ্গে। এর জেরে বাচ্চু ও তার লোকজন বৃদ্ধের হাত-পা বেঁধে মারধর করে। এ দৃশ্য দেখে বাবাকে রক্ষায় ছুটে আসে মেয়ে ঋতু। অভিযুক্তদের হাত থেকে রক্ষা পায়নি সেও। বাবা ও মেয়ে দুজনকে বেঁধে ৮-১০ জন কিলঘুষি, লাথি মেরে আহত করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে মামলা রেকর্ড করে ব্যবস্থা নেওয়া হবে। -মাদারীপুর প্রতিনিধি

র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থী হাসপাতালে

র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রের নাম সাগর চন্দ্র দে। তিনি সংগীত বিভাগের ২০২০-২১ শিাবর্ষের ছাত্র। জানা যায়, নির্যাতনের শিকার সাগরকে তার এক ব্যাচ সিনিয়র তিন শিক্ষার্থী ওই কক্ষে ডেকে নিয়ে যান। পরে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। একপর্যায়ে অসুস্থ পড়েন তিনি। হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, আহত অবস্থায় শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের নির্যাতন বা র‌্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে।  প্রসঙ্গত, ৭ মার্চ একই রকম ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।-ময়মনসিংহ প্রতিনিধি

বরিশাল বিভাগীয় তৃণমূলের সঙ্গে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এজন্য বরিশাল বিভাগের সাংগঠনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় ৬ জেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা আয়োজন করে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মতবিনিময় সভায় ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনার জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ভোলা-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, আজকের এই সভার মধ্যদিয়ে তৃণমূল আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। -ভোলা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর