রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সড়ক-মহাসড়কে অটো ইজিবাইকের রাজত্ব

আফজাল, টঙ্গী

সড়ক-মহাসড়কে অটো ইজিবাইকের রাজত্ব

গাজীপুরের টঙ্গীতে সড়কে-মহাসড়কে দিন দিন বেড়েছে অটোরিকশা ও ইজিবাইক। এসব যান বন্ধে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কেউ। ফলে সড়ক ও মহাসড়কে বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। দেখা দিচ্ছে যানজট। বাড়ছে জনদুর্ভোগ। আবার সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। এসব গাড়ির দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন। এদের বেপরোয়া চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। সরেজমিন দেখা যায়, সড়ক, মহাসড়ক ও শাখা সড়কে অটো-ইজিবাইকের রাজত্ব। এসব গাড়ির গতিবেগ কম থাকা এবং যত্রতত্র যাত্রী ওঠা-নামার ফলে বাড়ছে যানজট। তাছাড়া প্রতিটি অটোস্ট্যান্ডে প্রতিদিন চলে চাঁদাবাজি। উল্লেখযোগ্য কয়েকটি অটো স্ট্যান্ডের মধ্যে রয়েছে টঙ্গী পূর্ব থানা গেট, স্টেশন রোড, টঙ্গী সরকারি হাসপাতাল ফটকে ইজিবাইক স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড, কলেজগেট অটো ও ইজিবাইক স্ট্যান্ড। ফলে মূল সড়কে গাড়ি চলাচল করতে বেগ পেতে হচ্ছে। এমনকি এই অটো অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে। এ ব্যাপারে টঙ্গী জোনের ট্রাফিক দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফয়জুল ইসলাম বলেন, আমরা এসব রোধে প্রতিদিন গাড়ির সিট ও গাড়ি ডাম্পিং করছি। এ ছাড়া সড়ক-মহাসড়কে যানজট রোধে শাখা সড়কের গলিতে রাখার চেষ্টা করা হচ্ছে। অনেকে শুনছেন আবার অনেকেই শুনছেন না। এসব গাড়ি উৎপাদন বন্ধ না করলে কোনো পদক্ষেপ কাজে আসবে না।

সর্বশেষ খবর