শিরোনাম
সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

খাগড়াছড়িতে যুবদল-যুবলীগের পাল্টপাল্টি কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে যুবদল-যুবলীগের পাল্টপাল্টি কর্মসূচি

খাগড়াছড়িতে যুবদল ও যুবলীগ গতকাল পাল্টপাল্টি কর্মসূচি পালন করেছে। কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সতর্ক অবস্থায় ছিল পুলিশ। বিক্ষোভ সমাবেশ থেকে যুবলীগের বিভিন্ন স্থানে হামলায় ২৫ নেতা-কর্মী আহতের অভিযোগ করেছে যুবদলের নেতৃবৃন্দ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের কলাবাগান এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হন যুবদলের নেতা-কর্মীরা। অপরদিকে বিএনপি-জামায়াতের দেশবিরোধী যড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে শহরের নারিকেলবাগান সড়কস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হন যুবলীগের নেতা-কর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি পৌর টাউন হল ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে সমাবেশ করে। সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। এদিকে শহরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু। সমাবেশে বক্তারা বলেন, যুবলীগের কর্মসূচি ও বিভিন্ন স্থানে তাদের হামলায় যুবদলের ২৫ নেতা-কর্মী আহত হয়েছে। লুটপাটকারী, দুর্নীতিবাজ সরকার ও তাদের সমর্থকদের হুঁশিয়ার করে বলেন, হামলা মামলা করে বিএনপিকে দমানো যাবে না। মারধর অনেক করেছেন এবার রাজপথে প্রতিরোধের পাশাপাশি পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

পুলিশ জানায়, উভয়ের কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশি সতর্কাবস্থায় ও হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যুবদল ও যুবলীগ পৃথক স্থানে তাদের কর্মসূচি শেষ করেছে। তবে হামলা বা আহতের বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ।

সর্বশেষ খবর