সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

জালে মিলল শিশু আবিরের লাশ

রাজবাড়ী প্রতিনিধি

নিখোঁজের ১৫ ঘণ্টা পর মৃত অবস্থায় স্থানীয় জেলেদের জালে পাওয়া গেছে নিখোঁজ শিশু আবিরের (৭) লাশ। গতকাল সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির লাশ। আবির ইন্দ্রনারায়ণপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে। স্থানীয়রা বলেন, আবির গত শনিবার বিকালে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে আবিরকে। রাত ১০টার দিকে সন্দেহমূলকভাবে গ্রামবাসী কামালদিয়া নুরের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। আজ রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় জেলেসহ অন্যরা পুকুরে জাল টানলে সেই জালে শিশুটির লাশ উঠে আসে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে কিন্তু পুকুর থেকে একটি শিশুর মরদেহ সরকারের কোনো দফতর উদ্ধার করতে পারল না। ফায়ার সার্ভিসের লোকজন এসে চলে গেল। ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ উদ্ধার করল।

এটা দুঃখজনক ঘটনা। আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, স্থানীয় জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে আবির নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। আমি ঢাকায় ছিলাম, মাত্র এসেছি। আমি দ্রুত সেখানে যাচ্ছি। রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা শনিবার রাত ১০টার সময় আমাদের টিম সেখানে গিয়ে ১০টা ৩৮ মিনিটে ফিরে আসে। আমাদের ডুবুরি না থাকায় আমরা উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই মরদেহ পাওয়া গেছে বলে সংবাদ পাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর