সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

অবৈধ বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন, কৃষি জমিনের মাটি খনন ও নোয়াখালী খাল পাড়ের জমাট করে রাখা মাটি অবৈধভাবে রাতের আঁধারে অন্যত্র নিয়ে বিক্রি করার অভিযোগে মাটি খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। গত শনিবার রাতে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুল মামুনের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে স্থানীয় এক সাংবাদিক সেলিমকে প্রাণনাশের দেয় মাটি খেকোরা। উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বিডিপি বাজার নামক স্থানে অবস্থিত নোয়াখালী খাল পাড়ের মাটি পাচারের সময় দুজনকে আটক করা হয়। পরে আটককৃত মাটি ব্যবসায়ী ও পরিবহনকারী দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আতিকুল মামুন অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান,  অবৈধ বালু, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

 এ সময় খাল পাড়ের মাটি পাচারের অপরাধে মাটি ব্যবসায়ী ও পরিবহনকারীদের দুজনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে এ সব মাটি খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এবং সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ সব অভিযানে স্থানীয় সাংবাদিক সেলিমকে একাধিকবার হুমকি-ধমকি দিয়ে আসছে মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা। এ হুমকির আলোকে সাংবাদিক সেলিম গত ৮ জানুয়ারি এ সব হুমকি দাতাদের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পর গত ১০ মার্চ রাতে সাংবাদিক সেলিমের অফিস কক্ষে এসে পুনরায় হুমকি-ধমকি দেওয়ায় আবার একটি অভিযোগ করেন কবিরহাট থানায়।

সর্বশেষ খবর