সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

টাঙ্গাইলে মানহীন সংস্কার, প্রতি মাসে বিকল বেইলি ব্রিজ

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া এলাকায় স্টিলের বেইলি ব্রিজটি মাসে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ঢিলেঢালা সংস্কার এবং ভারী যানবাহন চলাচলের ফলে ব্রিজের এমন দশা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। সেতু মেরামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে সেতুর টেকসই সংস্কার না হওয়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক এই মহাসড়কে যান চলাচল ব্যাহত ও জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জানা যায়, গত ৮ মার্চ ভারী যানসহ পাটাতন ভেঙে ব্রিজটি বিকল হয়ে পড়ে। এরপর দুই দিন সংস্কার করে মেরামত করা হয়। কিন্তু গতকাল আবার পাটাতন ভেঙে পড়ে যায়। এরপর থেকে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। এলাকাবাসী জানায়, অনেক কষ্ট করে চলাচল করছে স্থানীয় লোকজন। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ বারবার এটি মেরামত করে কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল করায় ব্রিজটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বেইলি ব্রিজটি অনেক পুরাতন এবং অতিরিক্ত ওজনের ভারী যান চলাচল করায় এটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এটির টেকসই সংস্কারের। অতিরিক্ত ওজনের ভারী যান চলাচলের বিষয়টি সঠিক তদারকির জন্য নাগরপুর থানায় লিখিত দেওয়া হয়েছে। অতিরিক্ত ওজনের ভারী যান চলাচল নিয়ন্ত্রণ সম্ভব হলে ব্রিজটির সংস্কার টেকসই হবে। -টাঙ্গাইল প্রতিনিধি

কলেজছাত্র হত্যা, ৭ আসমি রিমান্ডে

নারায়ণগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সদর মডেল থানায় গতকাল মামলা করেছেন নিহতের মা মাফিয়া বেগম। এদিকে মামলার এজাহারনামীয় সাত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিহত মাহফুজ আহমেদ (২০) খানপুর এলাকার হারুনুর রশিদের ছেলে ও নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামিরা মাহফুজের বন্ধু ছিল। গত ১১ মার্চ রাতে তমাল, মেহেদী ও সায়েম বাসা থেকে মাহফুজকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাত ১০ টার দিকে মেহেদী মাহফুজের বাসায় এসে তার পরিবারকে জানায় মাহফুজের মাথা ফেটে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ মার্চ রাতে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, ৭ আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

চবি আবৃত্তি মঞ্চের কর্মশালা

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবৃত্তি মঞ্চের প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা গতকাল শুরু হয়েছে। ‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া কর্মশালা চলবে আগামী দুই মাসব্যাপী।

গতকাল বিশ্ববিদ্যালয় চাকসু সেমিনার কক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় উদ্বোধনী ক্লাস। পরে মঞ্চের সদস্যরা কর্মশালায় অংশ নেওয়া নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। উদ্বোধনী ক্লাসে ‘জড়তামোচন বিষয়ের ওপর ক্লাস নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। -চবি প্রতিনিধি

 

শৌচাগার যুবকের অর্ধগলিত লাশ

ঢাকার কেরানীগঞ্জের মুজাহিদ নগর এলাকায় পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী জানান, সড়কের পাশে পরিত্যক্ত টয়লেটে নিহতের লাশ পড়েছিল। লাশটি ৮ থেকে ১০ দিন আগের হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পোকা ধরে গেছে। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এখনো লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

 

খুবিতে কটকা ট্র্যাজেডি দিবস

কটকা ট্র্যাজেডি স্মরণে নানা আয়োজনে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গতকাল শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। ক্যাম্পাসের হাদী চত্বর থেকে কটকা স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দু’পাশের সারিবদ্ধ গাছে কালো কাপড় জড়ানো এবং নিহত শিক্ষার্থীদের প্রতিচ্ছবি কাঠে খোদাই করে শোকের আবহ তৈরি করা হয়। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের দুজন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। -নিজস্ব প্রতিবেদক, খুলনা

আন্তর্জাতিকমানের ইসলামিক কমপ্লেক্স নির্মিত হবে পাগলা মসজিদে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলেছে পৌনে ৪ কোটি টাকা। গত শনিবার দিনব্যাপী গণনা শেষে রাতে এ তথ্য পাওয়া গেছে। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এবার চার মাস ছয়দিন পর খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে চলে রাত প্রায় পৌনে ৯টা পর্যন্ত। গণনায় অংশ নেন ২০৬ জন কর্মী। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসার ১১২ জন ছাত্র, পাগলা মসজিদ ও মাদরাসার ৩৪ জন কর্মচারী, ১০ জন সশস্ত্র আনসার ও রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী। প্রথমে আটটি সিন্দুকের টাকা ১৫টি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়। গণনা শেষে পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা। পাগলা মসজিদ পরিচালনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গণনা তদারকি করেন। এর আগে গত ৬ নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল।  -কিশোরগঞ্জ প্রতিনিধি

 

সূর্য ঘোষের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুলের ছাত্র সূর্যের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল  বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, চেম্বার অব কমার্স সভাপতি জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে বনভোজনে এসে বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির  শিক্ষার্থী সূর্য ঘোষ নিখোঁজ হয়। গত শুক্রবার বিশখালী নদীর সাগর মোহনা থেকে জেলেরা তার লাশ উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র সংলগ্ন লালদিয়ার চর এলাকায় গোসল করতে নেমে সূর্য ঘোষ নামে ওই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ করেন সূর্যের পরিবার ও অভিভাবকরা। শিক্ষক ও কমিটির সদস্যদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। -বরগুনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর