সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

জেলা বিএনপি-যুবদলের ১৭ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকালে উচ্চ আদালতে জামিনে থাকা এসব নেতা নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন- জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, শ্রী অমর কৃষ্ণদাস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, যুগ্ম সম্পাদক মুন্সী আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সেলিম ভুইয়া, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, মির্জা বাবু, মুরাদুজ্জামান, যুবদল নেতা মেন্না রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, থানা যুবদলের সভাপতি বরাত আলী ও সম্পাদক তৌহিদুল আলম। গত ৩০ জানুয়ারি বিএনপির সম্মেলন চলাকালে শহরের কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি এবং ছাত্রলীগ নেতারা বাদী হয়ে তিনটি মামলা করেন।

মামলায় অন্তত তিন শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। সব মামলাতেই নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। রবিবার বিকালে ৬টি মামলায় নিম্ন আদালতে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ১৯ জনকে পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। আর সবকটি মামলায় প্রত্যেক আসামির জামিন বহাল রাখে। অন্যদিকে জেলা বিএনপি-যুবদলের শীর্ষ নেতাদের আটকের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীরা আদালত চত্বরে স্লোগান দিয়ে নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।

সর্বশেষ খবর