সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় পিঁয়াজ চাষে স্বপ্ন দেখছেন চাষিরা

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁর মান্দায় পিঁয়াজের বীজের আবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত বছর দাম ভালো পাওয়ায় এবার বীজ চাষে আগ্রহ বেড়েছে তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১৪ দশমিক ৮৩ হেক্টর জমিতে পিঁয়াজের বীজের আবাদ করা হয়েছে। এর মধ্যে মান্দায় ১০ হেক্টর জমিতে বীজের আবাদ হয়েছে। উপজেলার চকউলী, শিয়াটা, তুলসীরামপুর, গংগারামপুর এবং কাঁশোপাড়ায় বেশি পরিমাণ বীজের আবাদ করা হয়েছে। অগ্রহায়ণ মাসে রোপণ করা হলে চৈত্র মাসে ফসলটি ওঠে। প্রতি কাঠায় এক থেকে দেড় কেজি বীজ পাওয়া যায়। গত বছর প্রতি কেজি বীজ সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। পিঁয়াজ বীজের আগে চাষিরা পাট, ভুট্টা ও শাকসবজির আবাদ করতেন। উপজেলার গংগারামপুর গ্রামের চাষি আফছার আলী বলেন, গত দুই বছর থেকে পিঁয়াজের বীজের আবাদ করছেন। ওই জমিতে আগে ভুট্টার আবাদ করতেন। এ বছর দুই বিঘা জমিতে পিঁয়াজের বীজের আবাদ করেছেন। প্রতি বিঘায় প্রায় ৫০-৬০ হাজার টাকা খরচ হয়। গত বছর ১ কেজি পিঁয়াজের বীজ ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা বিক্রি করেছেন। এ বছর পিঁয়াজের দাম বাড়ছে। আশা করছি এবারও ভালো দামে বীজ বিক্রি করতে পারব। শিয়াটা গ্রামের কৃষক আবু বক্কর মোল্লা বলেন, গত দুই বছর থেকে এক বিঘা ১৬ কাঠা জমিতে পিঁয়াজের বীজের আবাদ করছেন। গত বছর যেখানে বীজ হয়েছিল প্রায় ৪৬ কেজির মতো। ১ লাখ ৪৬ হাজার টাকার বীজ বিক্রি করেছিলাম। অন্য কোনো ফসলে এমন লাভ করা যায়নি। যেমন পরিশ্রম করতে হয়; তেমন লাভও করা যায়। এ বছর লাভের স্বপ্ন দেখছেন তিনি। কাঁশোপাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, এ বছর তিনি এক বিঘা জমিতে পিঁয়াজের বীজের আবাদ করছেন। পিঁয়াজের দাম বেশি থাকায় বেশি দামে বীজ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। তিনি বলেন, কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের কাছে পরামর্শ নিলে আমরা প্রতারিত হই।

কারণ তারা নিজেদের স্বার্থে তাদের কোম্পানির ওষুধ লিখবেন। কৃষি অফিসের পরামর্শ পেলে আমরা উপকৃত হতাম এবং খরচটাও অনেকটা কম হতো। মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, গত বছর দাম ভালো পাওয়ায় এবার বীজ চাষে আগ্রহ বেড়েছে তাদের। এ বছর উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে পিঁয়াজের বীজের আবাদ করা হয়েছে। পিঁয়াজের বীজের আবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

সর্বশেষ খবর