শিরোনাম
সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

এক বেগুনের ওজন এক কেজি ফলন ভালো, লাভবান কৃষকরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এক বেগুনের ওজন এক কেজি ফলন ভালো, লাভবান কৃষকরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি বছর বেগুনের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা অনেক লাভবান হয়েছে।

উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নে ৬৯ হেক্টর জমিতে চলতি বছর বেগুনের ভালো আবাদ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫১৮ মেট্রিক টন। এ বছর উত্তরা, সিংনাম, কাজলাসহ বারি বেগুন-১২ জাতের চাষ করা হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো বারি বেগুন-১২ জাতের চাষ করা হয়েছে যার ওজন প্রায় ৭০০ গ্রাম থেকে ১ কেজির বেশি হয়ে থাকে। উপজেলার সূত্রাপুর, ফুলবাড়ীয়া, আটাবহ, মধ্যপাড়া, বোয়ালী, ঢালজোড়া, মৌচাক, শ্রীফলতলী নয়টি ইউনিয়নে বেগুন চাষাবাদ হচ্ছে। ভাউমান টালাবহ এলাকার কৃষক আহম্মদ উল্লা জানান, এ বছর এক বিঘা জমিতে বারি বেগুন-১২ জাতের চাষাবাদ করেছেন তিনি। এক বিঘা জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। তার খেতে প্রতিদিন চারজন লোক কাজ করেন। প্রতিটি গাছেই প্রচুর ফলন হয়েছে। প্রতিটি বেগুনের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজি। গাছের দিকে তাকালে মন ভরে যায়। আর এ পর্যন্ত তিনি প্রায় ৬০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। সব খরচ বাদ দিয়ে তার ১ লাখ টাকা লাভ হবে বলে জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে করে কৃষকরা বেশি ফলন পায়। এজন্য সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বছর বেগুনের ভালো ফলন হয়েছে।

সর্বশেষ খবর